রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়

RAZ TEXTILE HIGH SCHOOL

স্কুল কোডঃ ৬১৫৯, EIIN নম্বরঃ ১১৫৪৯১

ব্রেকিং নিউজ
সভাপতির শুভেচ্ছা বাণী..

আসসালামু আলাইকুম।
বর্তমান যুগ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষের যুগ । বর্তমান বিশ্বের সকল ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি পালন করছে জাদুর কাঠির মতো বিস্ময়কর ভূমিকা । বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহার বিশ্বব্যাপী বিরাট আলোড়ন সৃষ্টি করেছে । এ প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে আধুনিক শিক্ষা নীতিমালা ও তথ্য-প্রযুক্তির ব্যবহার শুরু করেছে, রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয় তাদের মধ্যে একটি। শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে একটা ডায়ানামিক ওয়েবসাইট ও মাল্টিমিডিয়া ক্লাস রুম, কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। প্রশাসনিক কাজ, পরীক্ষা, রেজাল্ট, হাজিরা, আর্থিক লেনদেন, লাইব্রেরি সহ সকল কর্মকাণ্ড ক্রমান্বয়ে অটোমেশনের আওতাভুক্ত হবে। প্রত্যাশা করছি, খুব শীঘ্রই সিসিটিভির আওতায় আসবে সম্পূর্ণ ক্যাম্পাস। শিক্ষাকে আধুনিক মান সম্মত, বিজ্ঞানমনস্ক শিক্ষায় পরিণত করতে নতুন নতুন পরিকল্পনা হাতে নেবার চেষ্টা চলছে প্রতিনিয়ত। নানাবিধ সীমাবদ্ধতার মাঝেও আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। প্রযুক্তির আলোক বর্তিকা হাতে প্রায় দেড় ডজন শিক্ষাপ্রেমিক শিক্ষক নিরন্তর কাজ করছে । পথটা বন্ধুর, তবে অসাধ্য নয় বলে আমার বিশ্বাস। স্কুলের রেজাল্ট বা এই সব দেখার জন্য স্কুলের প্রধান শিক্ষিকা ও তার সহকর্মীরা রয়েছেন এবং আমি জানি তারা এ ব্যাপারে খুবই আন্তরিক। আমি শুধু খেয়াল করি শিক্ষার্থীরা শতভাগ পাশ করছে কিনা, গল্প করতে শিখছে কিনা, ঝগড়া করতে শিখছে কিনা, কবিতা বা গল্প লিখতে চেষ্টা করছে কিনা, ভাল ছবি আঁকা শিখছে কিনা, সেলাই কারুকাজ বা কম্পিউটার শিখছে কিনা, গান গাইছে কিনা, টিফিন বানাতে পারছে কিনা, সিনেমা দেখার সুযোগ পাচ্ছে কিনা, খেলছে কিনা, স্কাউটিং করছে কিনা, পাঠ্যবইয়ের বাইরে কোন বই পড়ছে কিনা, লাইব্রেরিতে বসে পেপার/ম্যাগাজিন পড়ছে কিনা, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে কিনা। আসলে, আমি শুধু চাই শিক্ষার্থীরা একটু কালচারাল্ড হোক। হৃদয়ের সুকুমার বৃত্তিগুলোর চর্চা করুক, আর একটু বেশি মানবিক হয়ে উঠুক। ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির সব শাখায় না হোক, দু-চারটে শাখায় যেন তাদের দুর্দান্ত ও অবাধ পদচারণা থাকে। জীবন বা সমাজের কোন স্তরেই তারা যেন অসহায় ও নিঃস্ব অনুভব না করে। চিন্তা, কাজে ও স্বপ্নে আত্ম-নির্ভরশীল ও সৃজনশীল হয়ে উঠুক; প্রত্যাশা শুধুমাত্র এইটুকুই।

জনাব মোহাম্মদ কাদের নেওয়াজ,
সভাপতি, রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়