আসসালামু আলাইকুম।
শিক্ষা জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। বিশ্ব প্রেক্ষাপটে টিকে থাকতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান সম্পন্ন মানব সম্পদ গড়ে তোলা প্রয়োজন। সে লক্ষ্যে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয় প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিদ্যালয়টি কুঁড়ে ঘর থেকে আরম্ভ করে গুনি শিক্ষকবৃন্ধ এবং রাজ পরিবারের একান্ত ইচ্ছায় ও সহযোগিতায় আজ একটি পরিপূর্ণ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে গড়ে উঠেছে। যেখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, ও সমৃদ্ধ গ্রন্থাগার ও পর্যাপ্ত শ্রেণীকক্ষসহ দ্বিতল ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। যেখান থেকে হাজার শিক্ষার্থীর জ্ঞান অন্বেষণের আধার হিসাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি। আমি উত্তরোত্তর এ প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।